রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের মতবিনিময় সভা

14

 

রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের ঈদ পুনর্মিলনী ও আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা সম্প্রতি রাঙ্গুনিয়া মডেল থানার নিকটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, দীর্ঘ করোনার দুর্যোগের পর এবার স্বাভাবিক পরিবেশে ঈদ উদযাপন হয়েছে।দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে রাঙ্গুনিয়ায় মানবাধিকার কমিশনের কার্যক্রম আবারও ঘুরে দাঁড়িয়েছে। মানুষের অধিকার সমুন্নত রাখতে রাঙ্গুনিয়ায় মানবাধিকার কর্মীরা এখন সক্রিয় হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। সভায় প্রশাসনের সঙ্গে সার্বিক সহায়তায় রাঙ্গুনিয়ায় মানবাধিকার কমিশন এলাকায় আইন শৃঙ্খলা সুসংহত রাখতে ভূমিকা রাখার প্রতিশ্রæতি ব্যক্ত করা হয়। উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ কেএম মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গুনিয়া মডেল থানার সাব ইন্সপেক্টর (তদন্ত) খান নুরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি আব্দুর রউফ, এড. সুভাষ দত্ত, সাধারণ সম্পাদক ইসকান্দর মিয়া তালুকদার, মোহাম্মদ আলী, হাজী মোহাম্মদ ইদ্রিস, আবুল ফজল, মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, কাজী মোহাম্মদ ইউসুফ, মোর্শেদুল আজিম চৌধুরী, মোহাম্মদ হারুন, মোহাম্মদ মুছা, আবুল হাশেম, খিজির হায়াত, আব্বাস আলী মুন্না, এড. মুছা প্রমুখ। বিজ্ঞপ্তি