রাঙ্গুনিয়ায় ২০ কেজি কৃত্রিম জেলিযুক্ত চিংড়ি জব্দ

49

বাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ কেজি মাছ জব্দ করে নষ্ট করা হয়েছে। গত ২৭ জানুয়ারি দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ দে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন। অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, উপজেলার রোয়াজার হাট বাজারে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে চিংড়ি মাছের মাথায় কৃত্রিম জেলি পাওয়ায় ২০ কেজি চিংড়ি জব্দ করে নষ্ট করে দেয়া হয়। রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক এম এ মোরশেদ বলেন, কৃত্রিম জেলি স্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি। দীর্ঘ মেয়াদী কৃত্রিম জেলি খেলে কোষের পরিবর্তন হতে পারে। এমনকি ক্যান্সারও হওয়ার সম্ভাবনা রয়েছে।