রাঙ্গুনিয়ায় হাসপাতালে নমুনা পরীক্ষা দেওয়ার পর বৃদ্ধের মৃত্যু

21

১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন ৮০ বছরের এক বৃদ্ধ। স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছিলেন তিনি। জ্বর না কমায় ওই চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষার নমুনা দিতে যান ওই বৃদ্ধ। নমুনা দেওয়ার কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে মাটিতে লুটিতে পড়েন তিনি। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত মঙ্গলবার দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার পশ্চিম সৈয়দবাড়ি এলাকায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে শারমিন বলেন, ২৮ মে থেকে ওই বৃদ্ধের জ্বর ছিল। এতদিন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছিলেন তিনি। হাসপাতালে নমুনা দিতে এসে তিনি মারা গেছেন। নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাবে না তিনি কোভিড ১৯ রোগী ছিলেন কি না। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট মো. নাসির উদ্দিন বলেন, নমুনা নেওয়ার ৫ মিনিট পর তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধকে নিয়ে আসা তার ছেলের নমুনাও সংগ্রহ করা হয়েছে।