রাঙ্গুনিয়ায় সড়কের দু’পাশে ৫ হাজার তালবীজ রোপণ

9

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া ও রাউজান অংশের হাফেজ বজলুর রহমান সড়কের দুই পাশে স্বেচ্ছায় ৪ কিলোমিটারের মধ্যে প্রায় ৫ হাজার তালবীজ রোপণ করা হয়েছে। গত রবিবার এসব তালবীজ রোপণের উদ্যোগ নেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। বেতাগী আনজুমানে রহমানিয়া এই কার্যক্রমে সহযোগিতা করেন। তিন দিনে পাঁচ হাজার তাল বীজ রোপণ শেষ হয়েছে। উদ্যোক্তা পীর মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ বলেন, বীজ থেকে চারা গজানোর পর চারাগুলো বড় হলে সড়কের দুই পাশে তাল গাছের সবুজ বেষ্ঠনী তৈরি হবে। রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার অংশে ৪ কিলোমিটার রাস্তার উভয় পাশে প্রায় পাঁচ হাজার তাল গাছের বীজ রোপণ করা হয়। এই গাছ গুলো দুই বছরের মধ্যে বেড়ে উঠবে পাশাপাশি সড়ক রক্ষার্থে একটি প্রাকৃতিক সবুজ বেষ্ঠনী তৈরি করবে। বেতাগী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফি জানান, সড়কের দু পাশে তাল গাছ লাগানোতে বেতাগী বজ্রপাতে মানুষের জীজন বাচাতে সহায়ক ভূমিকা রাখবে। তাল গাছ সব ইউনিয়নে লাগানোর ক্ষেত্রে সকলকে উদ্যোগ নিতে হবে। রাঙ্গুনিয়া উপজলা বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা শীতল পাল জানান, পরিবেশ রক্ষায় বেশী করে তাল গাছ লাগাতে হবে। তাল গাছ বজ্র্যপাত থেকে রক্ষা করবে মানুষের প্রাণ। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী বর্মকর্তা মোহাম্মদ আতাউল গণি ওসমাণি জানান, পরিবেশ ও মানুষের জীবন রক্ষায় এ উদ্যোগ প্রশংসনীয়।