রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাশ্রমে সড়কে গাছের চারা রোপণ

9

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া উপজেলার রানিরহাট-কাউখালী সড়কের দুই পাশে স্বেচ্ছাশ্রমে সহ¯্রাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় সড়কের দুই ধারে গাছগুলো লাগানো হয়। গত ৯ সেপ্টেম্বর স্থানীয় যুবক ও কিশোরদের সহযোগীতায় ব্যতিক্রমী এই কর্মসূচী বাস্তবায়ন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃক্ষপ্রেমী মো. সহিদুজ্জামান সাহেদ। স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন তালুকদার বলেন, একসময় এ এলাকায় প্রচুর গাছ ও বনাঞ্চল ছিলো যা বর্তমানে আর দেখা যায় না। রাস্তার পাশে বৃক্ষরোপন সত্যিই খুব প্রশংসনীয় কাজ, এতে অংশগ্রহন করতে পেরে আমি আনন্দিত। গাছগুলো যাতে গরু ছাগলে ক্ষতি করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। উপ-সহকার কৃষি কর্মকর্তা মো. সহিদুজ্জামান সাহেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। এলাকার তরুন যুবকদের বৃক্ষ রোপনে উদ্ধুদ্ধ করতে এ বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। আগামি সপ্তাহে একই ভাবে সড়কের পাশে একহাজার তাল বীজ রোপণ করার ইচ্ছে রয়েছে। সকলের সহযোগীতা পেলে এই এলাকা কয়েক বছরের মধ্যেই সবুজে পরিপূর্ণ হবে ।