রাঙ্গুনিয়ায় শিক্ষাবৃত্তি প্রদান

18

রাঙ্গুনিয়ার কানুরখীল গ্রামে গত ১৭ এপ্রিল মাস্টার বিজয় গোপাল চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সতীশ-কিরণ-যদু ও মাস্টার বিজয়-বীনা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা. বিধান রায় চৌধুরী, প্রধান অতিথি ছিলেন হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দানু মিয়া, স্বাগত বক্তব্য দেন রাকেশ রায় চৌধুরী।
উপস্থিত ছিলেন বীনাপানি চৌধুরী, তপন বিশ্বাস রতন, প্রকৌশলী সাধন বসু, বিশ্বজিৎ মল্লিক, সজল মহাজন, পন্ডিত বিজয় গোপাল চক্রবর্তী, পন্ডিত অজয় চক্রবর্তী, ইউপি সদস্য মো. শফিউল আলম তালুকদার, ইউপি সদস্য ফিরোজা বেগম, প্রদী কান্তি দে, স্বপন সেন, আশীষ দে, বীরেন্দ্র লাল সুশীল, নিধু রঞ্জন দে, সমীর কান্তি দাশ, প্রদীপ কান্তি নন্দী প্রমুখ। বক্তারা সতীশ চন্দ্র চৌধুরীকে কীর্তিমান পুরুষ ও কিরণময়ী চৌধুরীকে রত্নগর্ভা নারী হিসেবে উপাধি দেন। বৃত্তি প্রদান শেষে বিজয় গোপাল চৌধুরীসহ পূর্বজদের আত্মার শান্তি কামনায় হরিনাম সংকীর্ত্তন করা হয়। বিজ্ঞপ্তি