রাঙ্গুনিয়ায় শরণাংকর ভিক্ষুর প্রবেশ ঠেকাতে মানববন্ধন

7

 

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে বহিরাগত শরণংকর ভিক্ষুর প্রবেশ ঠেকাতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ স্থানীয় রাজারহাট বাজারে বৃহস্পতিবার (৪ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। শরণংকর ভিক্ষু কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাত, সা¤প্রদায়িক উস্কানি, ধর্মের নামে সরকারি বন উজাড় ও দখল, জোর পূর্বক স্থানীয় মানুষের জায়গা জমি দখল, বৃক্ষ নিধন, ঘরবাড়ি ও শশ্মান দখল সহ পদুয়ার সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতনের প্রতিবাদে এবং প্রতারক শরণংকর ভিক্ষুকে গ্রেপ্তার পূর্বক তার বিচারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছে পদুয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। এতে ফলহারিয়া হজরত পাঠান আউলিয়া ইসলামিক সমাজ কল্যাণ সংস্থা, পদুয়া মুসলিম উম্মাহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ দল, মত, স¤প্রদায় নির্বিশেষে সর্বস্তরের মানুষ ও ব্যবসায়ীরা অংশ নিয়েছে। মাওলানা হাকিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন মানবাধিকার কমিশন সভাপতি মো. বদিউজ্জামাল বদি, পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, লুম্বিনী কানন বৌদ্ধ বিহার সভাপতি টিটু কুমার বড়ুয়া, পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারের সভাপতি বিপুল বড়ুয়া, মোহাম্মদ নুরুল হোসাইন, চেমীপাড়া বৌদ্ধ বিহার সভাপতি মংথোয়াইচিং মারমা, পদুয়া পূজা উদযাপন পরিষদ নেতা প্রিয়তোষ কান্তি দে, প্রনব দে, সঞ্জয় দে ভুট্টো, জয়নগর কেন্দ্রিয় মসজিদের সদস্য আজিম উদ্দিন বাদশা, রাজারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আক্কাস, মো. মহির উদ্দিন রানা, মো. জসিম উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন মাওলানা হাবিবুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, শরণাংকর ভিক্ষুর বিরুদ্ধে অন্তত ১৫ টি মামলা আছে। এরপরও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। বহিরাগত শরণাংকর ভিক্ষু রাঙ্গুনিয়ায় প্রবেশের চেষ্টা করলে তাকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। সমাবেশ ও মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।