রাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন

40

জাতীয় মৎস্য সপ্তাহ-১৯ উদযাপন ও বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরের আয়োজনে গত ১৭ জুলাই সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “মাছচাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে এবং “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শিমুল বড়–য়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মাঠ কর্মকর্তা মো. ওবাইদুল হক, স্থনীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি নাজিম মো. লোকমান, সিরাজুল কাদের চৌধুরী, সুব্রত চৌধুরী, শিবু চন্দ্র প্রমুখ। সংবাদ সম্মেলনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি, মৎস্য সেক্টরে নারীর অংশ গ্রহণ সহ বিভিন্ন সাফল্য তুলে ধরা হয়। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, মাছে ফরমালিন বিরোধী অভিযান, স্কুল-কলেজে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও মাছচাষীদের মাঝে পুরষ্কার বিতরণ। সপ্তাহব্যাপী এই কর্মসূচী শেষ হবে আগামী ২৩ জুলাই। সংবাদ সম্মেলন শেষে মৎস্য দপ্তরের এই কর্মসূচি ব্যাপক প্রচারণার লক্ষে উপজেলার মাইকিং করা হয়।