রাঙ্গুনিয়ায় মৎস্য দপ্তরের মাঠ দিবস

33

রাঙ্গুনিয়ায় মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনী পুকুর এলাকায় মাঠ দিবস ও মৎস্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও এনএটিপি (ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি পোগ্রাম)-২ প্রকল্পের আওতায় বেতাগী ইউনিয়নের পশ্চিম বেতাগী চাষীর পুকুর পাড় এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর কুতুবুল আলম। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন, মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারি ওবায়দুর রহমান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, ইউপি সদস্য সমীর মহাজন, বেতাগী ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ) শাহনেওয়াজ আকতার সেন্টু, মৎস্য খামারী আমির হোসেন, সমাজকর্মী মো. বাহাদুর প্রমুখ। মৎস্য খামারীদের উদ্বুদ্ধ করতে উপজেলার ১৫ ইউনিয়নে প্রদর্শনী পুকুর এলাকায় পর্যায়ক্রমে মাঠ দিবস অনুষ্ঠিত হবে।