রাঙ্গুনিয়ায় মুনিরুল্লাহর শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

22

চট্টগ্রামের রাউজান কাগতিয়া মুনিরিয়া যুব তবলীগ কমিটির সন্ত্রাসী কার্যক্রম ও ধর্মের নামে বিভিন্ন আপত্তিকর কর্মকান্ডের কারণে সংগঠনটি নিষিদ্ধের দাবী ও কথিত পীর মুনিরুল্লাহর শাস্তির দাবিতে রাঙ্গুনিয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুলাই উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট ঈদগাহ মাঠে রাঙ্গুনিয়ার সর্বস্থরের সুন্নী জনতার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের সুন্নী জনতার পাশাপাশি গাউছিয়া কমিটি, গাউছিয়া সমিতি, ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, যুবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন। গাউছিয়া সমিতি কেন্দ্রিয় কমিটির সহসভাপতি রাজনৈতিক জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’ত সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দীন বখতেয়ার। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখার সভাপতি আবুল কালাম বয়ানী। এতে উদ্বোধনী হাফেজ ক্বারী মাওলানা রুহুল আমিন আল কাদেরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হারুনুর রশিদ নঈমী, মিনহাজুল ইসলাম কাদেরী, আবদুল মান্নান হারুনী, আলী শাহ নেছারী, নঈম উদ্দিন নঈমী, মোজাম্মেল হক আল কাদেরী, মাওলানা গোলাম কিবরিয়া, ছৈয়দুল আলম তালুকদার, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, জসিম উদ্দিন মুন্সি, জাহেদুল ইসলাম, আবু তাহের মেম্বার, জোনাইদুল আলম চৌধুরী, জমির উদ্দিন, মুফতি সিহাব উদ্দিন আল কাদেরী, মাওলানা মুজিবুল হক, মফিজুর রহমান খান, রেজাউল করিম, ফজলুল করিম নঈমী, আকবর হোসেন রুবেল, আবুল বশর আল কাদেরী, সৈয়দ মো. সোলেমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন কাগতিয়ার মুনিরিয়া যুব তবলীগ কমিটির সন্ত্রাসী কর্তৃক অসংখ্য ওলামা মাশেয়েক ইসলামী সংগঠক, মুক্তিযোদ্ধা, সুন্নী সংগঠনের ছাত্রনেতা নাঈম উদ্দিনকে হত্যা, আহলে সুন্নাত ওয়াল জামা’ত সমন্বয় কমিটির সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ারের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন শ্রেণির মানুষের উপর হামলা ও হত্যার নির্দেশদাতা, জবর দখলকারী ভূমিদস্যুদের ফাঁসির দন্ড প্রদান করে মুনিরিয়া যুব তবলীগ কমিটি নিষিদ্ধের দাবী জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শান্তিরহাট ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের শান্তিরহাট বাজার ঘুরে পোমরা খাঁ মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।