রাঙ্গুনিয়ায় মুদির দোকানের আড়ালে মাদক ব্যবসা, আটক ৩

31

রাঙ্গুনিয়ায় মুদির দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে মুদির দোকানদারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।গত রবিবার উপজেলার ইছাখালী মোহাম্মদপুর জেলেপাড়া থেকে তাদের ধরা হয়। আটককৃতরা হলেন, রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড মোহাম্মদপুর পূর্ব জেলেপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. হারুন (৫০), দোকানে কর্মরত তার ভাগিনা একই এলাকার মো. ইব্রাহীমের ছেলে মেহেরাজ (২০) এবং তার স্ত্রী জেয়তুন নেছা (৪৫)। এছাড়া মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৩ নভেম্বর দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাঙ্গুনিয়া থানার উপ- পরিদর্শক (এসআই) মো. মাহবুব জানান, গ্রেফতার হওয়া এ তিনজন মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন করে মাদক বিক্রি করে আসছিল। এ নিয়ে এলাকায় জনশ্রুতিও রয়েছে। গোপন সংবাদে অভিযান চালিয়ে দোকানে রাখা ফ্রিজের ভেতর বোতল ভর্তি চোলাই মদ পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দোকানের সাথে লাগায়ো তাদের বসতঘরের খাটের নিচ থেকে একই কায়দায় রাখা আরও চোলাই মদ উদ্ধার করা হয়। সবমিলিয়ে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করার কথা স্বীকার করেছেন। আটক তিন জনের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে আবু নিজাম উদ্দিন ওরপে মধু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকার অর্থদন্ড রয়েছে। গ্রেপ্তার মধু এ ইউনিয়নের খলিফাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।