রাঙ্গুনিয়ায় মদীনায়ে মনোয়ারা (সঃ) ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

33

রাঙ্গুনিয়ায় মদীনায়ে মনোয়ারা (সঃ) ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি দুপুরে মুরাদ নগর বাইতুল ইজ্জাহ তাহফীজুল কোরআন বালিকা মাদ্রাসা ও এতিমখানায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষিকা মনোয়ারা বেগম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় আযান, অর্থ সহ সহীহ কুরআন তেলোয়াত, হামদ, নাত, গজল সহ ইসলামিক বিভিন্ন বিষয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কুলকুরমায় হরদয়া কেজি স্কুলের অধ্যক্ষ বদি আহম্মদ চৌধুরী।
কাপ্তাই প্রজেক্ট জামে মসজিদের খতিব মাওলানা আশেক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিলক রাস্তারমাথা জামে মসজিদের খতিব মাওলানা জয়নুল আলম। শিক্ষক দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাস্টার নুরুল হক মাস্টার, প্রতিযোগিতার প্রধান উপদেষ্ঠা বদিউল খায়ের লিটন চৌধুরী, মাদ্রাসার পরিচালক হাফেজ জাকির হোসাইন, কোদালা রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আহমদুর রহমান, হাফেজ মাওলানা ফয়সাল, মাওলানা রূহুল্লাহ, কোরবান আলী প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।