রাঙ্গুনিয়ায় ভেঙে পড়েছে ‘লকডাউন’

22

রাঙ্গুনিয়া প্রতিনিধি

কঠোর বিধি-নিষেধের ষষ্ঠ ও সপ্তম দিনে সড়কে বেড়েছে মানুষের চলাচল। রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি চলাচল করেছে স্বাভাবিক নিয়মে। প্রয়োজনে, অপ্রয়োজনে মানুষ বের হয়েছেন রাস্তায়। দিনব্যাপী দুয়েক জায়গায় পুলিশি তল্লাশি চালালেও আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা এদিন দেখা যায়নি। সড়কে পুলিশের উপস্থিতি না থাকায় মানুষ স্বাভাবিক নিয়মে চলেছে। লকডাউন চলছে মনে হয়নি কারো। ভেঙ্গে পড়েছে লকডাউন। ফলে লকডাউন পরিস্থিতি অনেকটা ভেঙে পড়েছে রাঙ্গুনিয়ায়। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও টি পৌরসভার অধিকাংশ দোকান খোলা ছিল। প্রশাসনের নজরদারী না থাকায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে স্বাভাবিকভাকে সকল গাড়ি চলেছে। কোন বাধার মুখে পড়তে না হওয়ায় লকডাউনেনের চলছে সেচা কারো কাছে অনুভব হয়নি। চন্দ্রঘোনা লিচুবাগানেও দোভাষীবাজার, রোয়াজার হাট, রানীর হাট, ধামাইর হাট, শান্তির হাট, গোচরা চৌমহনী, সহ উপজেলার গ্রাম গুলোর সকল হাট বাজারে মানুষের স্বাভাবিকের চেয়ে বেশী উপস্থিতি ছিল। কেউ মানছেনা স্বাস্থ্যবিধি। এসব এলাকায প্রশাসনের উপস্থিতি ছিলনা। এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করেছে। উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ, পাড়া-মহল্লার দোকানপাট ছিল খোলা।