রাঙ্গুনিয়ায় বৌদ্ধ সম্মেলন

73

রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সহ-সভাপতি ধর্মসেন মহাস্থবি’র হীরক জয়ন্তী, বৌদ্ধ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি পৌরসভার কুলকুরমাই সদ্ধর্মোদয় বিহার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবির। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি মহাস্থবির।
প্রধান ধর্মদেশক ছিলেন সহযোগী অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাস্থবির। বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন সংঘপ্রিয় মহাস্থবির, মৈত্রীপ্রিয় মহাস্থবির, বিপুলসেন স্থবির, সুনন্দ স্থবির, আয্যপ্রিয় মহাস্থবির, শাসনরক্ষিত স্থবির, এস লোকজিৎ থের, অতুলানন্দ মহাস্থবির, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, প্রফেসর ডা. প্রভাতচন্দ্র বড়ুয়া, প্রশান্ত ভূষন বড়ুয়া, তরণী সেন বড়ুয়া, অধ্যাপক অর্থদশী বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, হীরক জয়ন্তী উদযাপন পরিষদ’র সভাপতি বিমলজ্যেতি মহাস্থবির, প্রধান সমন্বয়কারী সুমঙ্গল বড়ুয়া, সাধারণ সম্পাদক ডা. সজল কান্তি বড়ুয়া, সুমঙ্গল বড়ুয়া, প্রভাষক সমর বড়ুয়া, ডা. পুতুল কান্তি বড়ুয়া, দীপানন্দ স্থবির, সুমনশ্রী স্থবির, তাপস বড়ুয়া, প্রভাষক সুনন্দ স্থবির, বিষু বড়ুয়া, সত্যপ্রিয় বুড়য়া, প্রভাষক সুনন্দ স্থবির, শিক্ষক পরিমল কান্তি বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ।

কধুরখীল সরকারি উচ্চ
বিদ্যালয় জাতীয় সংগীত
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান

বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম জেলা পর্যায়ের অনুষ্ঠিত শুদ্ধস্বরে ‘দলগত জাতীয় সংগীত পরিবেশন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম শিশু একাডেমিতে আয়োজিত এই প্রতিযোগিতায় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় ১৪টি উপজেলা চ্যাম্পিয়ান দলকে পরাজিত করে এ সাফল্য অর্জন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া ও শিক্ষক নয়ন দে এর নেতৃত্বে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন অর্পিতা বিশ্বাস, জ্যোতি দে, সুস্মিতা দে, মিতু দে, চিম্ময়ী ঘোষ, মৌমিতা সেন, শর্ম্মী চৌধুরী, অর্পিতা চৌধুরী, সোনালী ধর ও অনন্যা দত্ত প্রমুখ। বিদ্যালয়ের এই সাফল্যে কবি পরিবার, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিবাবকবৃন্দ ও প্রাত্তন শিক্ষার্থীবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি