রাঙ্গুনিয়ায় বৌদ্ধ সমিতির হুইল চেয়ার বিতরণ

44

রাঙ্গুনিয়ায় বৌদ্ধ সমিতির কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান বিহার প্রাঙ্গনে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংঘরাজ ভিক্ষু ও বৌদ্ধ সমিতির সভাপতি এবং রাঙ্গুনিয়া কেন্দ্রিয় সৈয়দবাড়ী ধর্মচক্র বিহারের বিহারাধিপতি বিমল জ্যোতি মহাস্থবিরের নীরোগ দীর্ঘায়ু কামনায় অষ্ট উপকরণসহ মহা সংঘদান করা হয়। উপজেলা বৌদ্ধ সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতির সিনিয়র সহসভাপতি শাসন রত্ন ধর্মসেন মহাস্থবির। উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জন বড়ুয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন মনিলাল তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি ইন্দ্রচারা মহাস্থবির। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক স্বজন কুমার তালুকদার, কার্যকরী সভাপতি অরুন বিকাশ বড়ুয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ছোটন কান্তি বড়ুয়া, প্রকাশনা সম্পাদক শাসন প্রিয় থের, ধর্মীয় সম্পাদক দীপংকর থের, শুক্লা মুৎসুদ্দী, তিলক বড়ুয়া, সুকুমার বড়ুয়া, অশেষ তালুকদার কেবলা, সমীরণ মুৎসুদ্দী, তুষার মুৎসুদ্দী, সুজীত তালুকদার প্রমুখ। আলোচনা সভা শেষে জয় প্রকাশ তালুকদার ও এওয়াকের সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুলের সৌজন্যে দরিদ্র শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ করা হয়। শেষে নির্মাণাধীন বৌদ্ধ সমিতির কার্যালয়ের নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।