রাঙ্গুনিয়ায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

206

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জানুয়ারি সমাপনী দিনে বিকাল ৩টার দিকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু কিশোররা অংশগ্রহন করেন। প্রতিযোগীতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবির উপর ভিত্তি করে শেষে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়।
উপজেলা মুক্তমঞ্চে বিজয়ী এসব ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, শিবলু দাশ, সাংবাদিক মাসুদ নাসির, জগলুল হুদা প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে ৪টার দিকে ঢাকায় আয়োজিত ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এর মূল কনসার্ট এলইডি পর্দায় সরাসরি স¤প্রচার করা হয়। সন্ধ্যার পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শন করা হয়।