রাঙ্গুনিয়ায় নিরাপদ অভিবাসন বিষয়ক মতবিনিময় সভা

28

রাঙ্গুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে ফেয়ারার লেবার মাইগ্রেশন ইন বাংলাদেশ কর্মসূচি প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ে রিক্রুটিং এজেন্সি ও প্রবাস গমনে মধ্যস্থকারীদের সাথে মতবিনিময় সভা ২২ জুন থানা সদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জিএমসি (গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি) সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইপসার ফেয়ারার লেবার মাইগ্রেন (এফএলএম) ইন বাংলাদেশ কর্মসুচি প্রকল্পের ফিল্ড অফিসার জয়নাল আবেদীন, শাহিনুর রহমান, জিএমসি (গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি) সদস্য মোকারম হোসেন, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি হাফেজ মাওলানা আবদুর রহমান জামী, মো. আবদুস সবুর, মাহমুদুল হক, সফিউল ইসলাম, মো. মনজুর আলম প্রমুখ। সভায় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ গমনে সুবিধা, বিদেশ গমনে মধ্যস্থকারীদের স্বীকৃতি ছাড়া ও এজেন্সির কাজ করার সুবিধার্থে সরকারি সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। সভায় বক্তারা বলেন,বৈদেশিক রেমিটেন্সে দেশের উন্নয়নের চাকা সচল রয়েছে। উন্নয়নের অংশীদার অভিবাসীদের যারা বিদেশ গমনে সহায়তা করছেন রিক্রুটিং এজেন্সি বা মধ্যস্থকারীদের একটি কাঠামোতে নিয়ে আসা উচিত বলে অনেকেই মত দেন।