রাঙ্গুনিয়ায় দুস্থ পরিবার পেল নগদ অর্থ সহায়তা

43

রাঙ্গুনিয়ায় করোনা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ন ২০৯ পরিবারকে ১৬০০ টাকা করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। গত ২৮ জুন সকালে কারিতাস রাঙ্গুনিয়ার স্থায়ীত্বশীল খাদ্য ও জীবিকায়ন নিরাপত্তা প্রকল্প-২ এর উদ্যোগে ইছাখালী নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে সরফভাটা, পদুয়া ও হোছনাবাদ ইউনিয়নের দরিদ্র ও করোনা ঝুঁকিপূর্ন পরিবারের মাঝে এসব অর্থ সহায়তা দেয়া হয় । এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কারিতাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার সত্যেন্দ্র চন্দ্র রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কার্যালয়ের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী রমিজ উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন কারিতাস রাগুনিয়া কার্যালয়ের মাঠ কর্মকর্তা জসিম উদ্দিন, সহকারি মাঠ কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য, উপসহকারি কৃষি কর্মকর্তা নয়ন বড়ুয়া, ইউপি সদস্য নুরুল আফছার তালুকদার, মো. আলী, কারিতাসের নাসির উদ্দিন, সাইথোয়াই মার্মা, প্রিয়তোষ তঞ্চগ্যা প্রমুখ।