রাঙ্গুনিয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা

48

“দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পালিত হয়েছে দূর্যোগ প্রস্তুতি দিবস। গত ১০ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শোভাযাত্রা শেষে আলোচনা সভা সহকারি কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা বাবুল কান্তি চাকমা, শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন প্রমুখ।

গাউসিয়া কমিটি রাউজান দক্ষিণ কদলপুর আঞ্চলিক শাখার সুন্নি সম্মেলন

ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গাউসিয়া কমিটি রাউজান দক্ষিণ কদলপুর আঞ্চলিক শাখার উদ্যোগে মানচি পাড়ায় ১৪তম সন্নী সম্মেলন গত সোমবার রাতে পরীর দিঘীর পাড়স্থ খানকায়ে কাদেরীয়া সৈয়দিয়া তৈয়বীয়া তাহেরিয়া মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, প্রধান ওয়াজেন ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাষ্টের চেয়ারম্যান ও দরবারে আ’লা হযরতের খলিফা হযরতুল আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ)। প্রধান বক্তা ছিলেন হযরতুলহাজ আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী। কদলপুর বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুস ছবুর ও আবরার মাহতাব খোকনের পরিচালনায় বিশেষ বক্তা ছিলেন আল্লামা হারুনুর রশিদ আল আশরাফী, আল্লামা হাফেজ মাহাবুবুর রহমান আলকাদেরী, গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা আল্লামা আবুল কাসেম সিদ্দিকী, গাউসিয়া কমিটি উত্তর জেলা শাখার প্রচার সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসান, সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, কদলপুর হামিদিয়া মাদ্রসাার আরবী প্রভাষক মাওলানা মনজুরুল ইসলাম, শায়ের আমির খসরু, সাইদুল হক, মো. আরমান, ইমরান হোসেন রানা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্নী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মকছুদুর রহমান ও সচিব বদিউল হোসেন শাহ। রাউজান প্রতিনিধি