রাঙ্গুনিয়ায় দুই দিনের একুশে বইমেলা সম্পন্ন

15

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় দুইদিনব্যাপি একুশে বইমেলা গত ২১ ফেব্রæয়ারি বিকেলে শেষ হয়েছে। ‘পাঠশালা রাঙ্গুনিয়া’ পাঠাগারের উদ্যোগে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফটকের সামনে পাঠাগার চত্বরে আলোচনা সভা প্রবীণ শিক্ষক মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের আলোচনা সভায় বক্তব্য দেন ভাষা সৈনিক আবুল কালামের সহধর্মিণী হোছনে আরা বেগম, রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছরোয়ার ছালেক সিকদার, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর ছালেক সিকদার, শিক্ষক রুবায়েত রাশেদ, পাঠশালা রাঙ্গুনিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক শিশির মোরশেদ, লেখক সৈয়দ মনজুর মোরশেদ, আজগর আলী, মো. মিজান, ভাষা সৈনিক আবুল কালামের সহধর্মিণী হোছনে আরা বেগম প্রমুখ। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বইমেলায় প্রচুর পাঠক-লেখকের ভিড় ছিল। আলোচনা শেষে নির্বাচিত সেরা স্টল ‘স্লোগান’ এর প্রতিনিধির হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। ভাষা সৈনিক আবুল কালামের সহধর্মিণী হোছনে আরা বেগমের নিকট তার স্বামীর মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
পাঠশালা রাঙ্গুনিয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক শিশির মোরশেদ বলেন, ‘২০২১ সাল থেকে রাঙ্গুনিয়ায় পাঠাগারের উদ্যোগে বইমেলার আয়োজন হচ্ছে। বই মেলায় নানা বয়সী পাঠকের ভিড় ছিল। বই বিক্রি নয়, সবার কাছে বই পৌঁছে দেয়া বই মেলা আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্যে।’ এর আগের দিন সোমবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।