রাঙ্গুনিয়ায় জাতীয় শ্রমিক লীগের সংবর্ধনা অনুষ্ঠান

5

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় শ্রমিক লীগ উপজেলার আয়োজনে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পদুয়া সুখবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার( ২ মার্চ) অনুষ্ঠিত হয়। শ্রমিক লীগের উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইডেন নূর স্কুল এন্ড কলেজ ও এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য এরশাদ মাহমুদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল।
চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. শামীম, চটগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন রিয়াজ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দোহা সিকদার আরজু।
বক্তব্য দেন পদুয়া ইউপি চেয়ারম্যান মো. আবু জাফর, পদুয়া সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সহ অর্থ সম্পাদক মো. দানু মিয়া, সদস্য মো. ইলিয়াছ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল্লাহ চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেকান্দর চৌধুরী, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রউফ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, উপজেলা সাংস্কৃতিক জোটের সাভাপতি মো. মাহবুব আলম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ইউনুচ মো. আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক ডা. সেকান্দর, অর্থ সম্পাদক সুমন বিশ্বাস, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুজন দাশ, মহিলা সম্পাদিকা স্বরবলা দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম পেয়ারুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. ফারুক, পদুয়া ইউনিয়নের সভাপতি মো. সোহেল আজাদ, সাধারণ সম্পাদক মো. সেলিম, শিলক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলী সিকদার, কোদালা ইউনিয়নের আহবায়ক মো. জাবের, সরফভাটা ইউনিয়নের মো. আনোয়ার, রাঙ্গুনিয়া পৌরসভা শাখার সাধারণ সম্পাদক শেখ মো. এছারুল হক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।