রাঙ্গুনিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ

45

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙ্গুনিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ গত ২৩ এপ্রিল পালিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে শোভাযাত্রা কাপ্তাই সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মোমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার বিশ্বজিৎ মহাজন, ডাক্তার মোজাহেরুল ইসলাম, ডাক্তার ইমরান হোসেন, ডাক্তার উমর নাসিফ, ডাক্তার জাবেদ আবেদীন প্রমুখ। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পুষ্টি সপ্তাহে খাদ্য প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পুষ্টি সপ্তাহ পালন করা হবে। প্রতিটি গ্রামে জনগনকে পুষ্টি সম্পর্কে অবহিত করতে উঠান বৈঠক করা হবে। রাঙ্গুনিয়া প্রতিনিধি

চন্দনাইশ থানার এসআই আতিকুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

চন্দনাইশ থানার এসআই মো. আতিকুল্লাহ (৪০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। গত ২০ এপ্রিল সকাল ৯টায় মোটর সাইকেলযোগে থানা এলাকায় কর্তব্য পালন করাকালে উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় এলাকায় সিএনজি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। তার পায়ে গুরুতর আঘাত রয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানান। চন্দনাইশ প্রতিনিধি