রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের ফ্রি সবজি বাজার

33

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে আয় বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছে দিনমজুর, শ্রমিক ও নিম্নআয়ের মানুষ। রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ বাজার বসিয়ে দরিদ্র এ মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ কার্যক্রম শুরু করেছে ছাত্রলীগ।
গত ১৯ এপ্রিল উপজেলার পোমরা ও বেতাগী ইউনিয়ন ছাত্রলীগ পৃথক এ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ দুই স্থানে এদিন শত শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ বিনামূল্যে বেগুন, লাউ, টমেটো, বেগুন, নানা প্রজাতির শাক, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন প্রয়োজনীয় সবজি গ্রহণ করেন।
পোমরা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়নের ৪নং ওয়ার্ড রোসাই পাড়ায় ভ্রাম্যমাণ সবজি বাজার বসানো হয়।
বিনামূল্যে সবজি বিতরণের এমন উদ্যোগ নেন পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান। ভ্যানে করে এদিন প্রায় ৯৪৪ কেজি বিভিন্ন ধরণের সবজি বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব মেনে সাধারণ মানুষের হাতে নানা পদের সবজি তুলে দেন নেতাকর্মীরা। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন ছাত্রলীগ নেতা সাইফু রহমান খাঁন, মো. জাহেদ, মো. হাবিব, মো. কায়সার, মো. জুয়েল, মো. বাদশা, মো. সাকিব প্রমুখ।
মফিজুর রহমান খাঁন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে এ ফ্রি সবজি বিতরণ অব্যাহত রাখা হবে। বাজারের একটি নির্দিষ্ট স্থানে সবজি রেখে দেওয়া হয়। পরে সাধারণ মানুষ চিহ্ন দেওয়া গোলাকার বৃত্তে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করে নিজেরায়। কার্যক্রমে সার্বিক তদারকি করেন বেতাগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম তালুকদার, কামরুল ইসলাম ইমন, মো. রবিন, মো. সালেক, মো. সাজ্জাদ, আলী এরশাদ, মোহাম্মদ ইমন, মো. নঈম, মো. সাজ্জাদ, মো. তানভীর, মো. সাহেদ, মো. মোরশেদ প্রমুখ।