রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কেটে দিয়েছেন কৃষকলীগ

28

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে আওয়ামী নেতৃবৃন্দ। কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গুনিয়া পৌরসভা কৃষকলীগের উদ্যোগে কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের তত্ত¡াবধানে কৃষকলীগের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার (৯ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত রাঙ্গুনিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ড ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় পৌরসভা কৃষকলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচি চালানো হয়েছে। গত কয়েকদিন ধরে এ এলাকায় কাজ করে বেশ কয়েকজন কৃষকের প্রায় ৫ একর পরিমাণ পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে বলে নেতৃবৃন্দ জানায়। পৌরসভা কৃষকলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের নেতৃত্বে এই কাজে অংশ নিয়েছে কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আগামী সোমবার থেকে ইছাখালী নলুয়ার বিল সহ পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেক বিলে এই কার্যক্রম চালানো হবে বলে কৃষকলীগ নেতৃবৃন্দ জানায়। কৃষক নুরুল আলম, ৪০ শতক জমিতে তিনি বোরো ধানের চাষাবাদ করেছেন। কিন্তু করোনাভাইরাসের কারণে একদিকে অর্থসংকট ও অন্যদিকে শ্রমিক সংকটে তিনি তার পাকা ধান নিয়ে চরম বিপাকে পড়েছিলেন। এখন ধান কেটে তার বাড়ি পৌঁছে দেওয়ায় তিনি উপকৃত হয়েছেন। এজন্য তিনি তথ্যমন্ত্রী ও কৃষকলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য শ্রমিক সংকটে পড়া রাঙ্গুনিয়ার দরিদ্র কৃষকের পাশে দাড়াতে আহবান জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার এই আহবানে সাড়া দিয়ে গত বেশ কয়েকদিন ধরে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে আওয়ামী নেতৃবৃন্দ কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া রাঙ্গুনিয়ার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেও কৃষকের পাকা ধান কাটা কর্মসূচি চালানো হচ্ছে বলে জানা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার জানান, এবছর রাঙ্গুনিয়ায় ৫৮৮০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বৈশাখের প্রথম থেকে ধান কাটা শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ জমির ধান কাটা হয়ে গেছে বলে তিনি জানান।