রাঙ্গুনিয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

13

রাঙ্গুনিয়ায় ২৫৫০ জন কৃষকের মাছে শস্য ও ধান বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩৫০ জনকে সার ও বীজ এবং ২২০০ জন কৃষককে হাইব্রীড বীজ বিতরণ করা হয়। গত ৩ নভেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহানুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খায়রুল বশর প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান, ভুট্টা, গম, সরিষা, চীনা বাদাম, শীতকালিন মুগ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হয়।