রাঙ্গুনিয়ায় কারিগরি প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

4

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে কারিগরী প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পোমরা ইউনিয়নের প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ওয়েলডিং ট্রেডে ৬ মাস মেয়াদি ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়। সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-তত্ত্বাবধায়ক উজ্জ্বল কুমার দত্ত। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন- সহকারী পরিচালক ওয়াহিদুল আলম। বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম জুয়েল দাশ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা রুবেল প্রমুখ।