রাঙ্গুনিয়ায় এসডিজির প্রশিক্ষণ কর্মশালা

47

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সার্বিক সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে গত ২৫ মে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রাণালয় চট্টগ্রাম বিভাগের পরিচালক ও অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) পূর্বিতা চাকমা, চট্টগ্রাম জেলা প্রশাসকের সহকারী কমিশনার এনামুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহন করেন।

চন্দনাইশে গাঁজাসহ
আটক ১

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছৈয়দাবাদ এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মুন্নি আকতার নামে এক মহিলাকে আটক করেছে। গত ২৪ মে দিবাগত রাতে চন্দনাইশ থানা পুলিশ উপজেলার ছৈয়দাবাদ গোদারকুল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী জসিম উদ্দীনের স্ত্রী মুন্নি আকতার (৩২) কে ১ কেজি গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে মুন্নি আকতারের বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গত ২৫ মে আদালতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।