রাঙ্গুনিয়ায় এক সরকারি কর্মচারীকে মারধরের মামলায় আসামি কারাগারে

2

রাঙ্গুনিয়া পৌরসভায় পারিবারিক বিরোধের জেরে সরকারি এক কর্মচারীকে মারধরের মামলায় ইয়াছিন নামে এক ব্যক্তিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত ২৪ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। মো. ইয়াছিন আরাফাত রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ওয়ার্ডের মৃত শামশুল আলমের ছেলে। মামলার এজাহারে বলা হয়, গত ১৮ অক্টোবর জন্মাষ্টমীর বন্ধে বসতঘর ও ঘরের সামনে পানি নিষ্কাশনের কাজ করছিলেন সত্য দিতানন্দ সরকার। এসময় পূর্ব শত্রুতার জের ধরে অবৈধভাবে সত্য দিতানন্দ সরকারের বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক মারধর ও বাড়িতে ভাঙচুর করে মারাত্মক জখম এবং আহত করেন আসামিরা। এ ঘটনায় তিনজনকে আসামি করে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার আসামিরা হলেন, জান মোহাম্মদ পাড়ার ২নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও তার দুই সহোদর মো. রফিক এবং মো. সিরাজুল ইসলাম। তিন আসামির মধ্যে ইয়াছিন আরাফাত কারাগারে, মো. রফিক পলাতক এবং সিরাজুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। মামলার বাদি সত্য দিতানন্দ সরকার বোয়ালখালী উপজেলা শিক্ষা অফিসে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি