রাঙ্গুনিয়ায় উত্যক্তের প্রতিবাদ করায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

40

রাঙ্গুনিয়ায় উত্যক্তর প্রতিবাদ করায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে এক যুবক। আহত ইউপি সদস্যের নাম মো. আবুল কালাম (৩৭)। তিনি উপজেলার হোছনাবাদ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। অভিযুক্ত যুবকের বাড়ি একই ইউনিয়নের পাশ্ববর্তী ৭নং ওয়ার্ডের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর গ্রামে। গত ৯ ফেব্রæয়ারি হোছনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর চিপুলিয়া ব্রিজের পাশে রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যকে কাপ্তাই উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি দিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত আবুল কালাম ও স্বজনরা জানায়, গত এক মাস ধরে হোছনাবাদ ৮নং ওয়ার্ডের চৌকিদার আমির আলীর কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছিল স্থানীয় মো. শরীফ (২৪) নামে এক যুবক। পরে ঐ যুবককে ডেকে লোকজনের সামনে শাসায় ও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় ইউপি সদস্য। এর জের ধরে শনিবার রাতে আবুল কালাম মোটরসাইকেল নিয়ে দক্ষিণ নিশ্চিন্তাপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর চিপুলিয়া ব্রীজের পাশে আসলে ঐ যুবক হাতে থাকা কিরিচ দিয়ে কোপ দেয়। কোপটি ডান কাঁধে লাগার পর তিনি মাটিতে লুটিতে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে কাপ্তাই উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। জানতে চাইলে হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর হোসেন জানান, উক্তত্যর প্রতিবাদ ও অভিযুক্তের বিচারের জন্য আইনগত ব্যবস্থা নিতে বলায় এই হামলা হয়। হামলায় আহত ইউপি সদস্য আবুল কালামের শশুড় মামলা করেছেন। জানতে চাইলে থানার উপপরিদর্শক মো. শরীফুজ্জামান জানান, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত করে অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হবে।