রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ তোফায়েল গ্রেপ্তার

47

রাঙ্গুনিয়ায় দেশীয় তৈরি অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তাঁর নাম তোফায়েল আহম্মদ (৪০)। বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নে। গত ২৩ জুলাই রাতে পশ্চিম সরফভাটা হাজারীখীল সিকদার বাড়ি এলাকা থেকে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। গত ২৪ জুলাই সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তোফায়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাউজান থানায় খুনসহ ডাকাতি ও অস্ত্র মামলা এবং রাঙ্গুনিয়া থানায় ২টি হত্যা মামলা, ডাকাতি, মারামারি, বসতঘরে অগ্নিসংযোগ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে সরফভাটায় বিভিন্ন ধরণের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে শীর্ষ সন্ত্রাসী তোফায়েল ও ওসমান গ্রæপ। তারা এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পুলিশের অসহযোগিতার কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল। দীর্ঘদিন পর হলেও সন্ত্রাসী তোফায়েল আইনের আওতায় এসেছে তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।