রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ওরছে নঈমী মাহফিল

53

আন্জুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশের আয়োজনে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবারে ওরছে নঈমী নক্শবন্দী মাহফিল গত ১৫ জানুয়ারি রাঙ্গুনিয়া নূরুল উলূম কামিল (এম.এ) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এদিন বা’দ ফজর হতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল খত্মে কোরআন, খত্মে বোখারী, খত্মে মজমুআয়ে সালাওয়াতে রাসূল (দঃ), খত্মে দালায়েলুল খায়রাত, খত্মে খাজেগান, খত্মে গাউছিয়া, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খাতুনে জান্নাত মহিলা কাফেলার আয়োজনে মহিলা মাহফিল, বা’দে আছর হতে আউলিয়া কেরামের জীবনী আলোচনা, সালানা জলসা, সালাত ও সালাম এবং শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। আউলিয়া কেরামের জীবনী আলোচনায় সভাপতিত্ব করেন রাহাতিয়া নঈমীয়া নকশবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন গাজী ইমাম শেরেবাংলা (রহ:) এর শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী।
প্রধান অতিথির বক্তব্য দেন ভারতের আস্তানায়ে আলীয়া নঈমীয়া মুরাদাবাদের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ নিজাম উদ্দীন নঈমী মুরাদাবাদী। আলোচনায় অংশ নেন আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী, ড. সৈয়্যদ এরশাদ আহমেদ আল-বোখারী, সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী, আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, আল্লামা মুহাম্মদ সাখাওয়াত হোসাইন বারাকাতী, মুফাচ্ছিরে কোরআন আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী, আল্লামা মুহাম্মদ আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী, ডা. মুহাম্মদ ছানজার কাদেরী প্রমুখ।
মাহফিলে আগত সুন্নী জনতার মধ্য থেকে নির্বাচিত একজনকে পবিত্র মদিনা মোনাওয়ারা যাওয়ার টিকিট প্রদান করা হয়।