রাঙ্গুনিয়ার পারুয়া সাহাব্দীনগর স্কুলে বার্ষিক ক্রীড়া সম্পন্ন

92

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২২ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন চৌধুরী। শিক্ষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো. ইসমাঈল হোসেন, অজিত মল্লিক, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আবছার, পারুয়া ইউপি সদস্য জয়শ্রী মল্লিক, মো. আবুল হাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, শিক্ষক অঞ্জন কুমার দে প্রমুখ। বেলুন উড়িয়ে ও মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশনা শেষে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড ও বর্তমান উন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশের উপর ভিত্তি করে শিক্ষার্থীরা বিভিন্ন দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন করেন। শেষে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতার পাশাপাশি ১০০ মিটার দৌড়, উচ্চলাফ, দীর্ঘ লাফ, মোড়গের লড়াই, অংকের দৌড়, ২০০ মিটার দৌড়, স্লো সাইকেল রেইস, বস্তা দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, মিউজিক্যাল চেয়ার সহ প্রায় ৩২ ধরণের ক্রীড়া ইভেন্টে অংশ গ্রহণ করেন।