রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে স্থাপন করা হচ্ছে হাইফ্লো অক্সিজেন প্ল্যান্ট

13

রাঙামাটি প্রতিনিধি

কোভিড-১৯ সংক্রমণ করোনা ভাইরাস রোধে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে স্থাপন করা হচ্ছে হাইফ্লো অক্সিজেন প্ল্যান্ট। এখন শুধু সময়ের অপেক্ষা। এদিকে গত ১১ আগস্ট থেকে অক্সিজেন ট্রাংক চলে আসার খবর ছড়িয়ে পড়লে রাঙামাটিবাসীর মধ্যে আনন্দের সীমা নাই। আগামী ১ সপ্তাহের মধ্যে অক্সিজেন ট্রাংক স্থাপনের কাজ শেষ হবে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর। হাইফ্লো অক্সিজেনের অভাব পূরণ হবে রাঙামাটিবাসীর। হাইফ্লো অক্সিজেন সাপোর্ট নিশ্চিত হবে রোগিদের জন্য। সদর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, নবনির্মিত আইসোলেশন ইউনিট চালু হলে এ হাইফ্লো অক্সিজেন প্ল্যান্ট থেকে এ রোগিদের সেবা প্রদান করা হবে। এটি স্থাপন হলে হাইফ্লো অক্সিজেনের জন্য আর চট্টগ্রাম যেতে হবে না। আর করোনা রোগির ঝুঁকিও কমে যাবে। এদিকে আগামী ১০-১৫ দিনের মধ্যে আইসোলেশন ইউনিটের কাজও শেষ হয়ে যাবে। এত দিন করোনা রোগিসহ অন্যান্য রোগিরা চট্টগ্রাম থেকে সিলিন্ডারে করে আনা অক্সিজেনের উপর নির্ভরশীল ছিলেন। এখন আর এসব সিলিন্ডারের উপর নির্ভর করতে হবে না।
এ হাইফ্লো প্ল্যান্ট চালু হলে দূর হবে রোগিদের হয়রানি। রোগির অভিভাবকেরা বলেন, অনেক দিনের প্রতিক্ষা পূরণ হলো রাঙামাটিবাসীর। এজন্য জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগকে অভিনন্দন জানাতে হয়। হাইফ্লো অক্সিজেন এর অভাবে অনেক রোগি মারা যেত এখন আর সেটা হবেনা। হাইফ্লো অক্সিজেন রাঙামাটিবাসীর জন্য বিশাল প্রাপ্য। বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় সচিব পবন চৌধুরী স্যারকে। সম্প্রতি আমরা দুটি বিশাল অর্জন পূরণ করতে যাচ্ছি একটি হলো ৬শ লিটারের হাইফ্লো অক্সিজেন অপরটি হলো করোনা রোগিদের জন্য আইসোলেশন ইউনিট। সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর বলেন, হাসপাতালের পুরানত বিল্ডিং এ অক্সিজেন সিস্টেম কার্যক্রমের কাজ শেষ করা হয়েছে। এত দিন আমরা ট্র্যাংকের অপেক্ষায় ছিলাম। গত ১১ আগস্ট থেকে হাইফ্লো অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে সেন্ট্রাল হাইফ্লো অক্সিজেন প্ল্যানের সুবিধা পাবে এই এলাকার রোগিরা।