রাঙামাটি ফিসারি বাঁধসহ সড়কটি রক্ষার দাবিতে মানববন্ধন

36

কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে হুমকির মুখে পড়েছে রাঙামাটি শহরের দৃষ্টি নন্দন ফিসারি বাঁধসহ সড়কটি। এটি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাঙামাটির সুনাগরিকবৃন্দ। গত বৃহস্পতিবার বাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহন করেন শহরের সুনাগরিক বৃন্দ,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদপত্রকর্মীসহ অনেকে। এ মানববন্ধনে বিভিন্ন সংগঠনের বক্তারা বলেন, রাঙামাটির সৌন্দর্যকে বৃদ্ধি করেছে ফিসারী বাধ সড়কটি। প্রতি বছর কাপ্তাই হ্রদের পানি বাড়লে এ সড়কে বিভিন্ন নৌযান ভিড়ে। এছাড়াও এ বাঁধের উপর ভারি যান রাখার কারণে বাঁধসহ সড়কটি ভেঙে যাচ্ছে। কিন্তু প্রতি বছর এ সড়কটি রক্ষার নাম করে অস্থায়ী মেরামত করা হয়। এটি প্রতি বছর ভাঙে, প্রতি বছর অর্থ অবচয় করা হয়। সম্প্রতি হ্রদে পানি বাড়ার কারণে হুমকির মুখে পড়েছে বাঁধটি। এটি রক্ষার জন্য স্থায়ী মেরামতের দাবি জানান মানবন্ধনকারীরা। এ বাঁধটি রাঙামাটি শহরের বনরূপার সাথে রিজার্ভ বাজার ও তবলছড়ির সাথে সংযোগ স্থাপন করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন রুবেল, পরিবেশ কর্মী ললিত চন্দ্র চাকমা, লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম, সুনীল কান্তি দে, ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, হোটেল রেস্টুরেন্টে সাধারণ সম্পাদক নেকবর আলী, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জামাল উদ্দিন, সম্পাদক শফিউল আজম, মো. নাজিম উদ্দিন প্রমুখ।