রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাজেট ঘোষণা

11

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী তার লিখিত বাজেট বক্তব্যে ২০২২- ২০২৩ অর্থ বছরের বাজেট বক্তব্যে স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে বাজেটের সার সংক্ষেপ তুলে ধরেন। জেলা পরিষদের বিভিন্ন আয় থেকে ৩ কোটি টাকা এবং সরকার থেকে বরাদ্দ বাবদ প্রস্তাবিত ৮০ কোটি টাকাসহ সর্বমোট ৮৩ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মুখ্য নির্বাহী আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী প্রমুখ। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এই এলাকার জনগণের জন্য জেলা পরিষদ। দুর্নীতি মুক্ত জেলা পরিষদ গঠনে আমরা অঙ্গীকারবদ্ব। জেলা পরিষদ সদস্যদের আমি বলে দিয়েছি কেউ যেন কোন দুর্নীতির সাথে জড়িত না থাকে। জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন ও যে কোন নিয়োগ সংক্রান্ত অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এছাড়াও আগামী অর্থ বছরে প্রধানমন্ত্রী সুদৃষ্টিতে ও পার্বত্য মন্ত্রনালয়ের মাধ্যমে পার্বত্য রাঙামাটি জেলা পরিষদকে উন্নয়নে ঢেলে সাজানো হবে।