রাঙামাটিতে যুবলীগ নেতা মুজিব গ্রেপ্তার

4

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ও জেলা পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) সভাপতি মুজিবুর রহমান মুজিব ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে শহরের চম্পকনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ ও মামলার বাদীপক্ষ।
গত সোমবার রাঙামাটি মেডিকেল কলেজে অস্থায়ী ভিত্তিতে ২২ জন ‘নিরাপত্তা সেবাকর্মী সংগ্রহে ‘ক্যাটাগরি-৫’এর দরপত্র জমা দিতে গেলে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের স্বত্ত¡াধিকারী জয়ন্ত লাল চাকমা ও তার সহকর্মীদের কাছ থেকে অপর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত দরপত্রের প্যাকেট ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন বিকালে বাদী হয়ে রাঙামাটির কোতোয়ালী থানায় মামলা করেন জয়ন্ত লাল চাকমা। মামলায় মুজিবুর রহমান দীপু, শফিউল ও শাহ এমরান রিপন এ তিন জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়।
রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত লাল চাকমা বলেন, ‘ঘটনার দিন আমরা দেড় লাখ টাকার পে-অর্ডার সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরপত্র জমা দিতে গেলে রাঙামাটি মেডিকেল কলেজের প্রবেশ গেটেই আমাদের গতিরোধ করে ১০/১৫ জন দুর্বৃত্ত দরপত্র প্যাকেটটি ছিনিয়ে নেয়। পরে ওই তিনজনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে আসামি করে থানায় মামলা করি। তাদের মধ্যে মুজিবকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জেনেছি।’
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘ওই ঘটনায় জড়িত থাকার অভিযুক্তদের মধ্যে মুজিবকে গ্রেপ্তারের পর আদালতে চালান দেওয়া হলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।’