রাঙামাটিতে মৎস্যজীবী লীগের সম্মেলন অনুষ্ঠিত

7

রাঙ্গুনিয়া প্রতিনিধি

দেশের প্রতিটি জেলেদের মতো পার্বত্য অঞ্চলের জেলেদেরও কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করছে আওয়ামী লীগ। শুধু আওয়ামী লীগ কাজ করলে হবে না তার সফলতা আপাদেরকেও দেখাতে হবে। পাহড়ে ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি পৌঁছায় তাহলে শেখ হাসিনাও পাহাড়ের মানুষকে আরো ভালেবাসা দেবে। ২৭ ডিসেম্বর, মঙ্গলবার রাঙামাটিতে মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করা হয়।