রাঙামাটিতে বৈরি আবহাওয়ার কারণে এবারের ঈদে কমেছে পর্যটক সমাগম

118

এর আগে প্রায় প্রত্যেকটি ঈদে প্রচুর পর্যটকের ভির জমলেও বৈরিপূর্ণ আবহাওয়ার কারণে এবার উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের সমাগম নেই পর্যটন শহর রাঙামাটিতে। ফলে এবার প্রায় ৫০ ভাগ খালি রয়েছে শহরের পর্যটন মোটেল ও আবাসিক হোটেলগুলো। এনমনটাই জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। এদিকে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শহরসহ পার্বত্য জেলা রাঙামাটিতে উদযাপিত হয়েছে মুসলিম স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন সকালে শহরের পাঁচ স্থান তবলছড়ি জামে মসজিদ ঈদগাহ, রিজার্ভবাজার পুরাতন কোর্টবিল্ডিং ঈদগাহ, বনরূপা আদালত ভবন ঈদগাহ, ভেদভেদী আমানতবাগ মাঠ ঈদগাহ ও পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঈদগাহে কেন্দ্রীয় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষ সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক স্থানীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
এদিকে এবার ঈদের ছুটিতে রাঙামাটিতে তেমন কোনো পর্যটকের আগমণ ঘটেনি। এ উপলক্ষে আগের বছর প্রায় সপ্তাহজুড়ে প্রচুর পর্যটকের ভির থাকলেও এবার অনেকটা ফাঁকা শহরের পর্যটন স্পটগুলো। পর্যটকের পদচারণা নেই রাজবন বিহার, চাকমা রাজবাড়ি, বীরশ্রেষ্ট শহীদ মুন্সী আবদুর রউফ স্মৃতি মাজারসহ দর্শনীয় ও পুণ্যস্মৃতি তীর্থস্থানগুলোতে। রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকশ বড়ুয়া জানান, বর্ষার সম্মুখীন বৈরিপূর্ণ আবহাওয়ার কারণে আগের তুলনায় এবার ঈদে রাঙামাটি পর্যটন এলাকায় লোকজনের সমাগম কম। মোটেলে এবার বুকিং পাওয়া গেছে মাত্র ৫০ ভাগ। কিছুসংখ্যক পর্যটকের সমাগম হলেও আহামরি কিছুই নেই।