রাঙামাটিতে বিপুল চোরাই সেগুন কাঠ আটক করলো বনবিভাগ

31

রাঙামাটিতে বিপুল পরিমান চোরাই সেগুন কাঠ আটক করলো পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের লোক জন গিয়ে এসব সেগুন কাঠ জব্দ করেন।
কাঁঠালতলী এলাকার হাজি স’মিল থেকে প্রায় ১৯২ ঘনফুট সেগুন ও গামারি গোল কাঁঠ উদ্ধার করা হয়েছে। যার বাজার আনুমানিক মূল্য প্রায় ১লক্ষ ১৫ হাজার ২শ’টাকার মত। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ও ফরেষ্ট বিভাগ সহকারে অভিযান চালিয়ে এসব চোরাই কাঠ আটক করেন। পরে দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জার মো.শাহ জাহানের নেতৃত্বে এসব কাঠ উদ্ধার করে বন বিভাগে নিয়ে আসেন। সূত্রে আরো জানা যায়, কাঁঠ উদ্ধার কালে কাউকে ধরা সম্ভব হয়নি। এব্যাপারে বন বিভাগের আইনে একটি ইউডি মামলা দায়ের করাহয়েছে। পরে আইন মোতাবেক নিলামের মাধ্যমে এসব কাঠের টাকা সরকারি কোষাগারে জমা হবে।