রাঙামাটিতে বিএনপি মেয়র প্রার্থীর মতবিনিময়

8

রাঙামাটিকে সম্প্রীতির শহর, আধুনিক ও পর্যটনবান্ধব করতে চাই। শিক্ষিত তরুণদের জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়াইফাই জোন করে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে চাই। মানুষ পরিবর্তন চায়। রাঙামাটি পৌরসভায় বিএনপি মেয়র প্রার্থী মামুনুর রশিদ নির্বাচনী প্রতিশ্রæতি দিয়ে এসব কথা বলেছেন। সেনা মোতায়ন করার করার দাবি জানান মেয়র প্রার্থী এড. মামুনুর রশীদ মামুন। গত ২৮ জানুয়ারি রাঙামাটি শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, মিডিয়া সেলের প্রধান ও যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, মহিলা দলের সভাপতি মিনার বেগম, জাসাসের সভাপতি কামাল হোসেন প্রমুখ। ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রূয়ারি রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ জানুয়ারি প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলার পদে ৪১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্ধন্ধিতা করছেন। রাঙামাটি পৌরসভার ভোটার ৬২,৯১৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪, ২৪২ এবং নারী ভোটার ২৮, ৬৭১ জন।