রাঙামাটিতে বাজার মনিটরিংয়ে মাঠে জেলা প্রশাসক

5

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে হাট বাজার মনিটরিং করতে স্বয়ং মাঠে নেমেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। আসন্ন পবিত্র মাহে রমজানে বাজাররে দ্রব্যমূল্য স্থতিশীল রাখতে বাজার মনিটরিং করছেন রাঙামাটি জেলা প্রশাসক। গত ৫ এপ্রিল জেলা প্রশাসক রাঙামাটি শহরের মধ্যে অবস্থিত প্রধান তিনটি বাজার পরর্দিশন করনে। বাজারগুলো হলো শহরের প্রাণ কেন্দ্র বনরুপা বাজার, রির্জাভ বাজার ও তবলছড়ি বাজার। জেলা প্রশাসক বলেন, আজ আমি সরেজমিনে এসে সকল ব্যবসায়িদের সর্তক করে গেলাম। কেউ বেশী দামে দ্রব্যমূল্য বিক্রি ও ঈদের কেনাকাটায় কাপড় ছোপড় বেশী দামে বিক্রি না করে সে ব্যাপারে ব্যবসায়িদের সর্তক করে দেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করবেন। যদি কেউ অসৎ উপায় অবলম্বন করেন তা হলে পরিনতি ভাল হবে না। এ সময় জেলা প্রশাসক বাজাররে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলনে। তিনি আরো বলেন, রমজানকে সামনে রেখে কোন ভাবইে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে দাম বৃদ্ধি করা যাবে না। এ সময় রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক (আইসিটি) মো. মামুন মিয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ, মার্কেটিং অফিসার মো. সেলিমসহ পুলিশের সদস্যরা উপস্থতি ছিলনে। এদিকে ক্রেতাদের দাবি, প্রশাসন বাজারে গেলে ব্যবসায়িরা দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়। যেই প্রশাসন চলে গেল তার পর থেকেই ফের বেশী দামে দ্রব্যমূল বিক্রি করতে শুরু করে। এটা হলো শুভংকরের ফাঁকি। ক্রেতাদের কাছ থেকে এসব বিষয়গুলো প্রশাসন ভাল ভাবে আমলে নিলে বাজার মনিটরিং আরো ফলপ্রসু হতো।