রাঙামাটিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ২৩৪০জন

11

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার ১০ উপজেলায় এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২৩৪০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এবার সর্ব মোট ২৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন অনুপস্থিত ছিলেন। এবারের বৃত্তি ২ঘন্টা সময়, ১০০ নম্বর ৪টি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয়গুলো হলো- বাংলা, অংক, ইংরেজি ও গণিত। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল-৯৭% শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলা সদরসহ ১০ উপজেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে ১২টার মধ্যে পরীক্ষা শেষ করা হয়। সদর উপজেলা থেকে- ৪৫৭জন, কাউখালী উপজেলা থেকে-২৯৭জন, নানিয়ারচর উপজেলা থেকে- ১৯১জন, বরকল উপজেলা থেকে-১৯৭ জন, জুরাছড়ি উপজেলা থেকে-৯৪জন, লংগদু উপজেলা থেকে- ২৭০জন, বাঘাইছড়ি উপজেলা থেকে- ৩৪৭জন, কাপ্তাই উপজেলা থেকে- ২৩৮জন, রাজস্থলী উপজেলা থেকে-১৩২জন ও বিলাইছড়ি উপজেলা থেকে- ১১৭জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, মহামারি করোনা ভাইরাস জনিত কারণে গত ২০২০-২০২১ সালে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ২০২২ সালে এসে ৪ বিষয়ের উপর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা দিতে পেরে অনেক খুশি।