রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে : ৭ জন আহত

13

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে চট্টগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটকবাহী একটি বাস আনুমানিক ৩০ ফুট পাহাড়ি খাদে পড়ে ৭ পর্যটক আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পর্যটন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তবলছড়ি পর্যটন কমপ্লেক্স এলাকায় চট্টগ্রামের মাদারবাড়ী থেকে আসা একটি পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৪৬১২) নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে বাসের সাতজন আহত হন। পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবব্রত ভট্টাচার্য জানান, পর্যটকবাসী বাস দুর্ঘটনায় ৭ জনকে জরুরি বিভাগে আনা হয়। এতে আসমা আক্তার নামে একজন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।