রাঙামাটিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

12

পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ধারাবাহিক নারী ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসুচি পালন করেছে রাঙামাটির বিভিন্ন সামাজিক, ছাত্র, নারী, মানবাধিকার সংগঠন। গত সোমবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী অবস্থান কর্মসূূচিতে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি নারী ধর্ষণের জোন হিসেবে পরিণিত হয়েছে। কিন্তু ধর্ষকদের কোন বিচার হচ্ছে না। সারা দেশে যে হারে নারী শিশু ধর্ষণ, গণধর্ষণ হত্যার ঘটনা বাড়ছে তা একটি সভ্য দেশে মানায় না। ধর্ষকরা ধর্ষণ করেও আইনের আওতার বাইরে থেকে যাচ্ছে। তারা পেয়ে বার বার ধর্ষণ করার সাহস পাচ্ছে। দেশে আর যেন একটিও যেন ধর্ষণের ঘটনা না ঘটে সেজন্য দেশের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের কাছে দাবী জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, মৈত্রী দেওয়ান, টুকু তালুকদার, সৈকত রঞ্জন চৌধুরী, মহিলা পরিষদে রাঙামাটি জেলা নেত্রী শামীম আরা বেগম, ছাত্র নেতা বিটন চাকমা প্রমুখ। বক্তারা আরো বলেন, সারা দেশে যে হারে ধর্ষণ গণজোয়ারে পরিণত হচ্ছে তাতে নারীরা ঘরের বাহিরে যাওয়া মুসকিল হয়ে পড়েছে। সব চেয়ে জর্ঘন্যতম ব্যাপার হচ্ছে শিশু ও বধির ধর্ষণ হচ্ছে। এব্যাপারে সরকার এখনো সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হচ্ছে। সারা দেশে ধর্ষণের প্রতিবাদে মূখর হয়ে উঠেছে রাঙামাটির পরিবেশ।