রাঙামাটিতে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী স্কুলের হুইল চেয়ার বিতরণ

35

রাঙামাটি জেলা প্রশাসন ও প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। গত সোমবার রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু রনি ত্রিপুরা ও আমজাদ হোসেন নামের ২ শিশুর মধ্যে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী শিশুরাও আজ মানব সম্পদে গড়ে উঠে বিভিন্ন প্রতিষ্ঠানে অবদান রাখছেন। বর্তমানে প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নহে। এক সময় প্রতি বন্ধী শিশুদের সমাজের বোঝা মনে করনে। এখন আর এ সুযোগ নেই, সরকার জাতীয় পর্যায়ে প্রতি বন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন। তাই আসুন আমরা সবাই প্রতিবন্ধীদের সাহায্যে এগিয়ে আসি। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, প্রতিবন্ধী স্কুলের পরিচালক ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক তাপসি চাকমা প্রমুখ।