রাঙামাটিতে ছাত্রীর শ্লীলতাহানির দায়ে শিক্ষকের ৮ বছর কারাদন্ড

5

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সঙ্গীত শিক্ষার আড়ালে ছাত্রীকে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অপরাধে ৫ লাখ টাকা আর্থিক জরিমানাসহ রনজিত পাটোয়ারি নামে এক ব্যক্তিকে ৮ বছর কারাদন্ড দেয়া হয়েছে। আসামি রনজিত ভুক্তভোগী ছাত্রীর গানের প্রাইভেট শিক্ষক।
অপরাধ প্রমাণিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইসমাইল হোসেনের আদালত এ রায় দেন। রায়ে বলা হয়, আসামি রনজিত ভুক্তভোগী ছাত্রীকে গান শেখানোর সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার অবৈধ যৌনকামনা চরিতার্থ ও শ্লীলতাহানি করেছেন, যা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সাইফুল ইসলাম অভি বলেন, এ ধরণের রায়ের মাধ্যমে সমাজে নারীর প্রতি যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির অপরাধ কমে আসবে।