রাঙামাটিতে ছাত্রীদের মাঝে শারীরিক সচেতন বিষয়ক কর্মশালা

20

সামাজিক সংগঠন জীবন এর উদ্যোগে অপরাজিতার আওতায় নারীদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি জীবন মানউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে রাঙামাটিতে প্রথম বারের মত মাধ্যমিক স্কুলের ছাত্রীদের মাঝে শারীরিক সচেতন বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি অনলাইন ব্লাডব্যাংক জীবন সংগঠনের সভাপতি আনোয়ারুল হক। গত ৩ সেপ্টেম্বর সামাজিক সংগঠন জীবন এর উদ্যোগে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত স্কুলের ৫শ ছাত্রীর উপস্থিততে এ শারীরিক সচেতন বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাঙামাটি অনলাইন ব্লাড ব্যাংক জীবন সংগঠনের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, কর্মশালায় অল ফর ওয়ানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামরুন নেছামিরা, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুবর্ণা চাকমা ও বাসনা চাকমা, রাঙামাটি অনলাইন ব্লাড ব্যাংক জীবন সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদ বিন জাহিদ মিকি, অপরাজিতার কমিউনিকেশনের প্রধান তাহমিনা ইয়াছমিন প্রমুখ। কর্মশালায় বক্তারা, নারীদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল, কুসংস্কার প্রতিরোধ ও বয়ঃ সন্ধির সময় শারীরিক পরিবর্তন ও পিরিয়ডের স্পর্শকাতর বিষয় গুলোর অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের সমস্যা ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনাও পরামর্শমূলক বিষয় আলোকপাত করেন। বক্তারা পিরিয়ডকালীন স্বাস্থ্য ঝুকি কমাতে স্যানিটারী প্যাড ব্যবহারের প্রযোজনীয়তা তুলে ধরে স্যানিটারী প্যাড ব্যবহারে উৎসাহিত করেন।