রাঙামাটিতে করোনা সংক্রমণ বাড়ছে

2

রাঙামাটিতে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। জেলা সদরসহ উপজেলা পর্যায়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সংক্রমণ।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কোভিড-১৯ সংক্রমণ পরীক্ষায় প্রত্যেক দিনই ২৮-৩০ জন পজিটিভ ধরা পড়ছে। তবে করোনায় সম্প্রতি কোনো রোগী মারা যেতে দেখা যায়নি। গত দু’মাসেও রাঙামাটিতে তেমন কোন করোনা রোগী ছিল না।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার মোস্তফা কামাল জানান, বর্তমানে রাঙামাটিতে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। প্রতিদিন আমাদের করোনা কর্মীরা একশ’ থেকে দেড়শ’ রোগীর স্যাম্পল সংগ্রহ করছে। এর মধ্যে ৩৮-৩০ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে প্রায় রোগীই চিকিৎসা শেষে ভাল হয়ে গেছে। ৭দিনের লকডাউন শেষে বলা যাবে পরিস্থিতি কোন দিকে যায়। তবে সারাদেশের তুলনায় এখনো রাঙামাটির করোনা পরিস্থিতি একটু ভাল আছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৭ দিনের লকডাউন কার্যকর করতে গত দু’দিন ধরে জেলা শহর ও উপজেলা পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। লকডাউন মেনে চলতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন জেলা প্রশাসক।