রাঙামাটিতে কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

13

রাঙামাটি প্রতিনিধি

“সেবার ব্রতে চাকরি” ৬ মার্চ ২০২৪ রাঙামাটি পার্বত্য জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় চূড়ান্ত ভাবে উত্তীর্ণ ১৪২ জন প্রার্থীর লিখিত পরীক্ষা রাঙামাটি সদর শহীদ আব্দুল আলী একাডেমীতে অনুষ্ঠিত হয়।
উক্ত লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডেও সভাপতি মীর আবু তৌহিদ।
এসময় পুলিশ সুপার লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদেও উদ্দেশ্যে বলেন, আগামী ১৩ মার্চ নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে সকাল ৮টায় লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেও একই দিন মনন্তাত্তি¡ক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোনপ্রার্থী দালাল,প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না, নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল, প্রতারকচক্র থেকে দূরে থাকুন। যদি কোন প্রার্থীর দালাল, প্রতারক চক্রের সাথে আর্থিক লেনদেনে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিলসহ গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি ও রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।