রাঙামাটিতে উপজেলা নির্বাচনের হাওয়া

27

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই রাঙামাটিতে বইতে শুরু করেছে, উপজেলা নির্বাচনের হাওয়া। নড়েচড়ে বসেছেন, সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে, নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের শেষে অথবা ফেব্রæয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে বলে জানা গেছে। এ খবরে সদরসহ জেলার সবকটি উপজেলায় নড়েচড়ে উঠছেন, দলীয় নির্দলীয় সম্ভাব্য প্রর্থীরা। লবিং তদবির শুরু করেছেন, আওয়ামী লীগসহ জাতীয় ও আঞ্চলিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। আবারও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যনদের অনেকে। জেলার ১০ উপজেলার মধ্যে সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান অরুণ কান্তি চাকমার আবারও আসন্ন নির্বাচনে প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। অরুণ কান্তি চাকমা গত নির্বাচনে জেএসএস’র (জনসংহতি সমিতি) সমর্থনে স্বতন্ত্র হিসেবে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। তিনি বলেন, বর্তমানে যখন আছি তাই আবারও নির্বাচনের চিন্তাভাবনা তো রয়েছেই। এ জন্য প্রস্তুতি রয়েছে। তা ছাড়া জনগণ আবারও চাচ্ছে। দল ও জনগণ গতবার বিপুল ভোটে জয়যুক্ত করেছে। গত পাঁচ বছরে যতদূর সম্ভব জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু পাঁচ বছর তেমন একটা বেশী নয়। তাই আবারও চাই, জনগণের কাজ করতে। আবারও জয় নিয়ে আমি শতভাগ আশাবাদী। এদিকে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১০ উপজেলা সমন্বয়ে গঠিত ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন, আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার। এতে সামনে যে কোনো নির্বাচনে জয় নিয়ে উজ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, দলটির নেতাকর্মীদের ভেতর। আর সেই উচ্ছ্বাস, প্রেরণা ও উদ্দীপনা নিয়ে জেলায় আসন্ন উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। সার্বিকভাবে জেলার ১০ উপজেলার মধ্যে সদরের গুরুত্ব অপরিসীম। তার বিবেচনায় সদরে প্রভাবশালী প্রার্থী দেয়ার চিন্তাভাবনা সব দলের। এসব বিবেচনায় এবার রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান পদে তরুণ প্রভাবশালী নেতা ও শহরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মো. শহীদুজ্জামান রোমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় শীর্ষে রয়েছেন বলে শোনা যাচ্ছে। পরিবহন নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শহীদুজ্জামান রোমান দানবীর সমাজসেবক মরহুম হাজী মো. মহসীনের ছেলে। শহর ছাত্রলীগের সাবেক এ সাধারণ সম্পাদক বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। এমবিএ পাস করা উচ্চশিক্ষিত তরুণ নেতা রোমান গত পৌরসভা নির্বাচনে রাঙ্গামাটিতে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শেষে দলীয় মনোনয়নে রাঙ্গামাটি পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী। শহীদুজ্জামান মহসিন রোমান বলেন, দল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করতে চাই। সেজন্য আসন্ন নির্বাচনে রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার চিন্তাভাবনা করছি। দলীয় মনোনয়ন মনোনয়ন পেলে আমার জয়ের সম্ভাবনা নিশ্চিত। মোট ১০ উপজেলা নিয়ে গঠিত রাঙামাটি জেলা। এগুলো হল- সদর, কাপ্তাই, রাজস্থলী, কাউখালী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচর। এসব উপজেলায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের মার্চে একাধিক ধাপে। সেই নির্বাচনে অংশ নেন আওয়ামী লীগ, বিএনপি এবং আঞ্চলিক দল জনসংহতি সমিতি, ইউপিডিএফ ও সংস্কারবাদী জেএসএস মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ছিলেন নির্দলীয় প্রার্থীও। এবারও আসন্ন নির্বাচনে এসব দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন নিয়ে লবিং-তদবিরসহ শুরু করেছেন নির্বাচনী তৎপরতা। লংগদু উপজেলায় আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকারকে আবারও দলীয় মনোনয়ন দেয়া হতে পারে বলে জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. জানে আলম। অন্য উপজেলাগুলোতেও দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।